করোনায় বদলাননি মুশফিক

23

তামিম ইকবাল বা মাশরাফি বিন মুর্ত্তজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বলে থাকেন, বাংলাদেশের কাউকে অনুসরণ করতে চাইলে তরুণদের উচিত মুশফিকুর রহিমকে অনুসরণ করা। মুশফিকের ডিসিপ্লিনি আর নিবেদন মুগ্ধ করে সবাইকেই। তার বাড়তি অনুশীলন ক্রিকেটপাড়ায় চর্চিত ইস্যু। সবার আগে অনুশীলন শুরু করা এবং সবার শেষে শেষ করা মুশফিকের কাছে রুটিনের মতোই। গত পাঁচ-ছয় বছরে তার দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে এই নিবেদন বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন অনেকে। করোনাভাইরাসের কঠিন বাস্তবতাও বদলাতে পারেনি মুশফিককে!
ভাইরাসটির আতঙ্কে বিশ্ব স্তব্ধ, ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। অনুশীলনের সব সুযোগ-সুবিধাও বন্ধ। কিছুদিন আগে অনুশীলনের সুযোগ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র কাছে আবেদন করে প্রত্যাখিত হয়েছেন মুশফিক। তবে তাতে থেমে নেই তার অনুশীলন। ঘরেই ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। কদিন আগে জানা গেল, খুব সকালে রাস্তায় দৌড়াতে বের হন অভিজ্ঞ এই ক্রিকেটার। ঘরে ব্যাট-বলের ঠুকঠাকও চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের অ্যাকাউন্টে ঢু মারলেই এসব জানা যায়। করোনাকালে নিজ উদ্যোগে তার ক্রিকেট নিয়ে কাজ নিয়মিত ভক্তদের মাঝে শেয়ার করছেন মুশফিক।