করোনার এই ক্রান্তিলগ্নে সর্বাগ্রে প্রয়োজন মানবতা

21

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ও জেলা রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম বলেন, বৈশ্বিক মহামারি করোনায় দুঃস্থ মানবতার সেবায় মানুষের রয়েছে অনেক করণীয়। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ননা করেন, ঈমানের ৭৭টি শাখা রয়েছে। তন্মধ্যে একটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো।” এক কথায় যাকে বলা হয় মানবসেবা। মানব সেবায় যারা জড়িত তাদের সবার মাঝে এ কাজের প্রতি উদ্বুদ্ধকারী হিসেবে যে শক্তি কাজ করে, সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবার কাজে এগিয়ে আসে। প্রাণঘাতী মহামারি করোনায় এ মানবতাবোধের প্রয়োজন সবচেয়ে বেশি। গত ২১ মে বৃহস্পতিবার বিকালে ঘটিকায় নগরীর বহাদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে আঞ্জুমানে আশেকানে খাজা গরীব নেওয়াজ (রহঃ) ব্যাবস্থাপনায় হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আন্জুমান সদস্য মাওলানা হেলাল চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন রুমেল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া বশর জনকল্যান ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দূল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া বশর জনকল্যান ট্রাস্টের ট্রাস্টি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহসিন, আল-মুনাওওয়ারাহ বিজনেস ফোরামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,পরিচালক হাফেজ রহিম উল্লাহ, মুহাম্মদ হামিদ,গাউসিয়া কমিটির সেক্রেটারি চৌধুরী মুহাম্মদ হাসান খোকন, মুহাম্মদ জাহেদুল আলম মামুন, আঞ্জুমানের উপদেষ্টা আব্দূন নূর, আলহাজ্ব এড: সাজ্জাদ শরীফ রাসেল,মো. আব্দূর রহিম, ইব্রাহীম খলিলুল্লাহ হিরো, তৌফিক আনোয়ার, জনাব সানোয়ার হোসেন টিংকু, খন্দকার মন্জুরুল ইসলাম, মোহাম্মদ নুরুদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, আঞ্জুমানের ব্যবস্থাপনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজমির শরীফের খাদেম সৈয়্যদ মাওলানা বশির উদ্দীন চিশতীর নির্দেশনায় আঞ্জুমানে আশেকানে খাজা গরীব নেওয়াজ (রহঃ) সদস্যদের অর্থায়নে শতাধীক হত-দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরন করা হয়। বিজ্ঞপ্তি