করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে, মৃত ১০৮

27

ওয়েস্ট ভার্জিনিয়ায় একজন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ছড়ালো প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। মঙ্গলবার প্রথম কভিড-১৯ এ আক্রান্ত রোগীর কথা ঘোষণা করে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, “আমরা জানতাম এটি আসছে।” চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ করোনাভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ছয় হাজার ৩৬২ জন আক্রান্ত ও ১০৮ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে।
দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে, এর পাশাপাশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ১৬ জন ও ক্যালিফোর্নিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সিএনএন জানায়, মঙ্গলবার ইলিনয় অঙ্গরাজ্য করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্য এ ভাইরাসজনিত মৃত্যুর মিছিলে যোগ দিল।