করোনাভাইরাস দানাং থেকে ৮০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম

20

পরপর দুই দিনে চার জনের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর মধ্যাঞ্চলীয় পর্যটন শহর দানাং থেকে ৮০ হাজার লোককে সরিয়ে নেওয়া শুরু করেছে ভিয়েতনামের কর্তৃপক্ষ; এদের অধিকাংশই স্থানীয় পর্যটক। এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত চার দিন লাগতে পারে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার। প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইটের মাধ্যম দানাং থেকে ভিয়েতনামের ১১টি শহরে এদের সরিয়ে নেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় এই দেশটিতে এপ্রিলের পর থেকে শনিবার প্রথমবারের মতো একজন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এ সংক্রমণ স্থানীয়ভাবে ঘটেছে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের মধ্যেই পরদিন রোববার আরও তিন জনের দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এই সবগুলো ঘটনাই দানাংয়ে ঘটেছে। এরপর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে দেশটি আবার উচ্চ সতর্কাবস্থায় চলে যায়। দানাংয়ে ফের সামাজিক দূরত্ব বিধি চালু করা হয়। আগ্রাসী ও সুনির্দিষ্ট শনাক্তকরণ পরীক্ষা এবং কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনার মাধ্যমে ভিয়েতনাম কোনো মৃত্যু ছাড়াই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২০ জনে সীমাবদ্ধ রাখতে পেরেছে। তিন মাসেরও বেশি সময় ধরে স্থানীয় সংক্রমণের ঘটনাও ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে।