করোনাভাইরাসে টেস্ট ম্যাচে খেলোয়াড় বদল!

15

মাথায় আঘাত লাগলে টেস্ট ক্রিকেটে খেলোয়াড় বদলির নিয়ম চালু হয়েছে। গত বছরের অ্যাশেজে প্রথমবার ক্রিকেট বিশ্ব দেখে বদলি খেলোয়াড় নামানোর দৃশ্য। করোনাভাইরাসও একই দৃশ্য দেখাতে পারে! টেস্ট ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড় কোভিড-১৯ রোগে আক্রান্ত হলে তার বদলি নামানোর আলোচনা চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি)।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অব স্পেশাল প্রজেক্টস স্টিভ এলওর্থি তেমনটাই জানিয়েছেন। গত বছর আইসিসির অনুমোদন পাওয়া ‘কনকাশন-সাব’-এর আদলে হতে পারে ‘কোভিড-১৯ সাব’। আলোচনার টেবিলে থাকা এই বদলি প্রক্রিয়াও হবে ‘লাইক ফর লাইক’ খেলোয়াড়ের মতো, মানে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার নামানোর সুযোগ।