কম্বোডিয়া ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা

42

আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গেল সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের স্কোয়াডের বেশিরভাগ সদস্য স্থান করে নিয়েছে এ দলে। বাদ পড়েছেন চারজন। ঢুকেছেন তরুণ ফুটবলারসহ একজন অভিজ্ঞ ফুটবলারও।
কম্বোডিয়ার বিপক্ষে আগামী মার্চের ম্যাচকে ঘিরে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে স্কোয়াড নির্বাচন করছিলেন ফেডারেশন কাপ থেকেই। কম্বোডিয়ার রাজধানী পেনোম পেনে আয়োজিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে স্কোয়াড গঠনই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল জেমির কাছে। অবশেষে নতুন দু’জন সুযোগ পেলো জাতীয় দলে। বাদ পড়লেন অভিজ্ঞ চার ফুটবলার- জাফর ইকবাল, জাবেদ খান, রাসেল মাহমুদ লিটন ও ওয়ালী ফয়সাল।
লাল-সবুজ জার্সির শিবিরে নতুনভাবে ডাক পেয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের উদীয়মান ফুটবলার আরিফুর রহমান ও শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা।
আগামী মাসের ৯ তারিখ পেনোম পেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ২০১৯ সাল শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ বছরের শুরুতেই বাফুফে থেকে বলা হয়েছে, ২০১৯ সালে অন্তত ১০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।