কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

51

চট্টগ্রাম জেলা মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। গত মঙ্গলবার সকালে পলোগ্রাউন্ড মেলা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন কর্র্র্তৃক আয়োজিত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, টি.ইউ.সি এর সভাপতি তপন দত্ত, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছবুর, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন,সদস্য সিরাজুল ইসলাম,চাঁন মিয়া প্রমূখ। মেয়র বলেন শ্রমিকদের কর্মের নিশ্চয়তা তাদের ন্যায্য অধিকার। তাদের কর্মে নিয়োগের জন্য অবশ্যই মালিকদের নিয়োগপত্র দিতে হবে। কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের নুন্যতম মজুরি ৪০০টাকা নির্ধারণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে সিটি মেয়র বেতন-মজুরী সহ সকল দাবীর বিষয়ে কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স মালিকদের সাথে আলোচনা করবেন বলে তাদেরকে আশ্বস্থ করেন। তিনি আরো বলেন সরকার নারী শিক্ষা বিস্তার ও দরিদ্র সন্তানদের সুবিধার্থে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ,উপবৃত্তি ও শিক্ষা বৃত্তি ,বয়স্ক ভাতা,বিধবা ভাতা ইত্যাদি প্রদান করে আসছে। গরীব সন্তানদের উচ্চতর ডিগ্রী অর্জনে সহায়তার জন্য ৫% কোটা রাখা হয়েছে সভায় চট্টগ্রাম জেলা মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মেয়রের নিকট তাদের দাবী সম্বলিত একটি স্মরকলিপি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি