কমার্শিয়াল সিটি রোটারি ক্লাবের তৃতীয় অভিষেক

22

সম্প্রতি নগরীর হোটেল সৈকত মিলনায়তনে কমার্শিয়াল সিটি রোটারী ক্লাবের ৩য় অভিষেক অনুষ্ঠান সভাপতি মো. শাহীন আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রোটারীর জনহিতকর কাজ দেখে রোটারী আন্দোলনকে ভালবেসে ফেলেন। জীবনে প্রথম কোন রোটারী প্রোগ্রামে তিনি আসেন। ডিসেম্বরের এই বিজয়ের মাসে বাংলাদেশ যে সকল কারণে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনেন তার স্বপ্নিল বাস্তবায়ন রোটারীয়ানদের মাঝে দেখে অত্যন্ত আনন্দিত অনুভব করেন। কবিতা খানম রোটারীর ভাল উদ্যোগের অংশীদার হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. ইঞ্জি. মাফজাল আহমেদ, সদ্য অতীত সভাপতি মোঃ আবছারুল হক, নির্বাচিত সভাপতি মোঃ ইউনুছ, অনারারী সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিন, কোরআন তিলাওয়াত করেন মোঃ শাহাজাহান সিরাজ, রোটারী প্রত্যয় পাঠ করেন ডাঃ বেলাল মাহমুদ, জাতীয় সংগীতে নেতৃত্ব দেন ইঞ্জি: শাহীন চৌধুরী, পিপি নুরুল আলম চৌধুরী কিরণ, প্রফেসর ইঞ্জি আলী আশরাফ, এসিস্টেন্ট গভর্ণর জাহিদা আকতার মিতা, ক্লাব অ্যাডভাইজার প্রফেসর ফাতিমা জেবুন্নেছা, অতিথিদের পরিচয় করিয়ে দেন এসিসটেন্ট গভর্ণর মোঃ আমিন উল্ল্যাহ মোরশেদ, লেঃ গভর্ণর মাহফুজুল হক, সদ্য অতীত রোটারী জেলা গভর্ণর দিলনাশি মোহসেন, প্রাক্তন রোটারী জেলা গভর্ণরবৃন্দ ইঞ্জিঃ আব্দুল আহাদ ও মোঃ আব্দুল আওয়াল। সার্জেন্ট রিপোর্ট দেন মোঃ ইসহাক, র‌্যাফেল ড্র, ম্যাজিক ও কৌতুক পরিচালনা করেন ডাঃ প্রিন্স। বিজ্ঞপ্তি