কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম স্মরণে অ্যালবাম

103

বাংলা সংগীতের প্রখ্যাত জুটি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ বছর পর নতুন আঙ্গিকে পুরনো অ্যালবাম প্রকাশ করছেন সুস্মিতা আনিস। ‘কমল দাশগুপ্ত ও প্রণব রায়ের স্মৃতির উদ্দেশ্যে’ শিরোনামের এই অ্যালবামে ছিল বাংলা সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় এই দম্পতির হাতের ছোঁয়া।
সুস্মিতা আনিস জানান, তার গাওয়া ১০টি আধুনিক গান নিয়ে ১৯৯৮ সালে প্রকাশ হয়েছিল অ্যালবামটি। এর সবকটি গানের সুর করেছিলেন কমল দাশগুপ্ত, লিখেছিলেন প্রণব রায়। পুরো অ্যালবামটির মিউজিক করেছিলেন ফিরোজা বেগম। রাগা মিউজিকের ব্যানারে ভারতের গ্রামোফোন কোম্পানি অ্যালবামটি বাজারে এনেছিল। আগামী ২৮ জুলাই কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির জন্মদিন। দিনটিকে সামনে রেখে তাদের স্মৃতির উদ্দেশ্যেই অ্যালবামটি নতুন করে বাজারে ছাড়া হচ্ছে বলে জানান শিল্পী। শুক্রবার এই অ্যালবামের নতুন সংস্করণের প্রকাশনা অনুষ্ঠিত হল কলকাতায়। প্রায় দুই দশক পর আবারও অ্যালবামটি প্রকাশ প্রসঙ্গে সুস্মিতা বলেন, “এই অ্যালবামে আমার ফুফু (ফিরোজা বেগম) আমাকে এমন কিছু গান গাইতে বলেন, যা আগে প্রকাশিত হয়নি বা অন্য কোনো শিল্পীও গাননি। তিনি আমাকে রেকর্ডিংয়ের আগেই গানগুলো শেখান। “আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, আমাকে এই গানগুলো গাইবার সুযোগ করে দিয়েছিলেন তিনি। আমি ভীষণ আনন্দিত যে কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগমের জন্মদিনেই আমি অ্যালবামটি নতুন করে প্রকাশ করতে পারছি।” সুস্মিতা জানান, গানগুলো রিমিক্স ও রিমাস্টার করে ডিজিটাল ভার্সনে প্রকাশ করছেন তিনি।