কমরেড মেজবাহ উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

38

কমরেড মেজবাহ উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকীতে গত ২২ সেপ্টেম্বর বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠন কার্যালয়ে স্মরণসভা এবং ‘মেজবাহ উদ্দিন স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়। স্মরণসভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ‘মেজবাহ উদ্দিন স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন মেজবাহ উদ্দিনের বড় বোন খুরশীদা জাফর। পার্টি জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মেজবাহ উদ্দিনের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মেজবাহ উদ্দিনের বড় বোন খুরশীদা জাফর, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা আহবায়ক আসমা আক্তার, মেজবাহ উদ্দিনের জ্যাঠাতো ভাই আমিনুর রহমান। সভা পরিচালনা করেন পার্টি জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক। সভায় নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী রাজনীতির মহান আদর্শ মেজবাহ উদ্দিন নিজের জীবনে আবেগের সাথে ধারণ করার চেষ্টা করেছিলেন। ধারণ করতে গিয়ে নিজেকে উন্নত সংস্কৃতি ও চরিত্রের আঁধারে গড়ে তুলতে পেরেছিলেন এবং দলের নেতাকর্মী, সমর্থক, পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিতদের উপর তার গভীর ছাপ ফেলতে পেরেছিলেন। মৃত্যুর পর তার সংস্পর্শে আসা অসংখ্যজন মেজবাহ উদ্দিনের প্রতি ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের বক্তব্যেই তা স্পষ্টভাবে এসেছে। বিপ্লবী রাজনীতির নানা চড়াই উৎড়াইয়ে তিনি বিপ্লবী আদর্শ, রাজনীতি ও নেতৃত্বের প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস হারাননি। বিজ্ঞপ্তি