কমপ্লায়েন্স সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টারের প্রশিক্ষণ কর্মশালা

40

বাংলাদেশের কল-কারখানার মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কমপ্লায়েন্স সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে নতুন ইপিজেড আইন-২০১৯ ও বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এবং এর বিধিমালা ২০১৫ এর উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ শ্রম আইন বিশেষজ্ঞ, বাংলাদেশ সরকারের ইপিজেড আইন ও শ্রম আইন ড্রাফটিং কমিটির সদস্য এডভোকেট জাফরুল হাসান শরীফ। প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানায় এইচআর, এডমিন ও কমপ্লায়েন্সে কর্মরত কর্মকর্তা ও ব্যবস্থাপক। কর্মশালার উদ্বোধক ছিলেন সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের কো-ফাউন্ডার জি এম সাইদুর রহমান মিন্টু। দিনব্যাপী এই কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এম এম মিজান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন হায়দার ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজার আশেক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি নাজিম উদ্দীন সাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম চ্যাপ্টারের নির্বাহী সদস্য মো. আবু রিদুয়ান। বিজ্ঞপ্তি