কবি

41

কবি শ্যামল গাঁয়ে কেটেছিলো ছেলেবেলা
তার খেলতো মনে জাফরানি রং পায়রা খেলা।
ঘুম ভাঙতো কবির পাখপাখালির মিষ্টি শিসে
তার দৃষ্টি চোখের হারিয়ে যেতো চারিদিশে।

তাকে হাতছানিতে ডাকতো বনের তরু লতা
সে বলতো তাদের ছোট্ট মনের মিষ্টিকথা।
তার বন্ধু ছিলো মেঘনা নদীর সরল মাঝি
সে কথার ফুলে রাখতো ভরে মনের সাজি।

আজ হারিয়ে গেলো স্মৃতি রেখে তারার দেশে
আঁকি কবির ছবি মনের পটে ভালোবেসে।