কবি জাহাঙ্গীর আলমের ‘কর্ণফুলির ব্যাঁকে’ মোড়ক উন্মোচন

30

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের সাবেক উপ- কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরীর কর্ণফুলির ব্যাঁকে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সম্প্রতি বইমেলা প্রতিদিন মঞ্চে বইয়ের মোড়ক উম্মোচন করছেন ইউএসটিসি’র সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বইটি মোড়ক উন্মোচনকালে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন বইটিতে দেশ, জাতি, মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে আলোচনা করেছেন লেখক। লেখক একজন সমাজ সচেতন চোখ-কান খোলা ব্যাক্তি। এই কারণে তারঁ প্রকাশিত গ্রন্থটিতে সুন্দরভাবে মার্জিত ভাষায় পাঠক সমাদৃত লেখাগুলো স্হান পেয়েছে। লেখকের আরও অসংখ্য বই প্রকাশিত হয়েছে। অসংখ্য সম্মাননা ক্রেস্ট ও সম্বর্ধিত আলোকিত এই ব্যাক্তি নেশার তাগিদে লেখালেখি ও রাষ্ট্র নিয়ে ভাবেন। তার সবকয়টি প্রকাশিত বই বিশেষ ক্ষেত্রে প্রামাণ্য অবদান রেখেছে। কবি জাহাঙ্গীর আলম চৌধুরী এই গ্রন্থের মধ্য দিয়ে আজীবন আমাদের কাছে বেঁচে থাকবেন। মোড়ক উন্মোচনকালে লেখক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি