কবিতাপাঠ ও সাংস্কৃতিক আয়োজনে উদ্যাপিত কালধারার রজতজয়ন্তী

59

বৈশাখের দোরগোড়ায় গত ৬ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে উদ্যাপিত হলো ‘কালধারা পরিষদ’র ২৫ বছর পূর্তির অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ‘কালধারা পরিষদের’ সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু। স্বাগত বক্তব্য রাখেন কালধারা সভাপতিমন্ডলীর সদস্য কবি আকাশ মাহমুদ। অতিথিবৃন্দ সাহিত্যাঙ্গণে কালধারা পরিষদের দীর্ঘ পথচলাকে অভিনন্দিত করেন এবং আগামিতেও তার ধারাবাহিকতা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। জাতীয় সঙ্গীত ও ‘কালধারা পরিষদ’র বিগত ২৫ বছরের কর্মকান্ড নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ‘কালধারা পরিষদ’ এর পক্ষ থেকে শুরু থেকে কালধারা কবিতা সন্ধ্যায় নিয়মিত অংশগ্রহণের জন্য ১০ জন কবির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধিত কবিরা হলেন বেগম মুশতারী শফি, স্বপন দত্ত, সাথী দাশ, ফাউজুল কবির, আবসার হাবীব, এজাজ ইউসুফী, মৃণালিনী চক্রবর্তী, তহুরীন সবুর ডালিয়া, জসিম মেহবুব, নিশাত হাসিনা শিরিন। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন কালধারা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দ ড. মোহীত উল আলম, কবি আকাশ মাহমুদ ও ফেরদৌস কাসেম।
নাহিদ নেওয়াজের সঞ্চালনায় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শেখ ইশতিয়াক, চন্দ্রিকা ভৌমিক রাত্রি, প্রিতম বিশ্বাস, লাকী দাস, হায়দারী আন্দালুসিয়া, পুষ্পিতা দত্ত, ইকবাল হায়দার। নৃত্য পরিবেশন করেন শুভ্রা সেন পরিচালিত ওরিয়েন্টাল ড্যান্স। আবৃত্তিতে অংশ নেন খ্যাতনামা আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। স্বরচিত কবিতাপাঠে অংশগ্রহণ করেন অরুণ দাশগুপ্ত, স্বপন দত্ত, সাফায়েত খান, ফাউজুল কবির, আশীষ সেন, মোহীত উল আলম, আকাশ মাহমুদ, সাথী দাশ, উৎপল কান্তি বড়ুয়া, জসীম মেহবুব, ড. নুরুল আমিন, আজাদ বুলবুল, নজরুল জাহান, আবসার হাবীব, আনন্দ মোহন রক্ষিত, তৌফিকুল ইসলাম চৌধুরী, আলী মনসুর, ওসমান গণি এনু, বিশ্বজিৎ সেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মৃণালিনী চক্রবর্তী, বাসুদেব খাস্তগীর, সৈয়দ খালেদুল আনোয়ার, তালুকদার হালিম, শফিকুর রহমান, নিশাত হাসিনা শিরিন, ইকবাল হায়দার, সাইফুল্লাহ কায়সার, গোফরান উদ্দিন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, নুরুল হামিদ কানন, সরওয়ার আরমান, লিটন কুমার চৌধুরী, সজল কুমার নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি