কনস্টেবল পদে নতুন নিয়োগপ্রাপ্তদের বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির পুলিশ কর্মকর্তারা

63

ভেরিফিকেশনের জন্য থানায় না ডেকে পুলিশের কনষ্টেবল পদে সদ্য নিয়োগ পাওয়া রাঙ্গুনিয়ার ৭২ জনের বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির হয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান। প্রার্থী ও তাদের পরিবারের লোকজনকে তথ্য যাচাইয়ের বিষয়ে কাউকে কোনো ধরনের আর্থিক সুবিধা না দিতে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল হোসেন জুয়েল ও সুব্রত চৌধুরী বলেন, তিনদিন ধরে আমরা চারজন কর্মকর্তা ফুল-মিষ্টি নিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছি। পুলিশে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের স্থায়ী ঠিকানা যাচাই, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাগত যোগ্যতা যাচাই ও ফৌজদারি কোনো মামলার আসামী কিনা তদন্ত করে দেখা হয়েছে। সবার পজিটিভ তথ্য পেয়েছি। আমরা রিপোর্ট পাঠিয়ে দেব। কনষ্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া শিলক ইউনিয়নের মো. ইমামুল হক বলেন, থানায় না ডেকে তাঁরা নিজে বাড়িতে ফুল ও মিষ্টি হাজির হওয়ায় হতবাক হয়েছি। আমাদের ধারণা ছিল পুলিশ ভেরিফিকেশনে অনেক হয়রানির শিকার হতে হয়। কিন্ত এখন দেখলাম তাঁর উল্টো । থানা থেকে তাঁরা নিজেরা এসে মিষ্টি মুখ করালো পরিবারের সবাইকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। এমন উদ্যোগ সত্যিই প্রশংসিত। থানা সূত্র জানায়, কনষ্টেবল পদে সদ্য নিয়োগ পাওয়া ৭২ জনের ভেরিফিকেশনের জন্য রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ৭২ জনের তদন্ত করেন পুলিশ পরিদর্শক মো. রবিউল হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন জুয়েল, সুব্রত চৌধুরী ও মাহাবুব হোসেন।