কনসার্ট দিয়ে ফিরছেন অর্ণব

26

২০১৫ সালে অর্ণবের অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশিত হয়েছিল। এরপর প্রায় নিজেই ‘ডুব’ দিয়েছিলেন তিনি। বেশ কয়েকমাস আগে একটি মোবাইল প্লাটফর্মে অপ্রকাশিত কিছু গান প্রকাশ করেন অর্ণব। মাঝে দু’একটি কনসার্টে সব্যসাচী এ গায়ককে দেখা গেলেও দর্শক প্রত্যাশার কাছে যা ছিল অপ্রতুল। এবার এ গায়ক আবারও ফেরার ঘোষণা দিলেন। জানালেন, আপাতত ডুব দেওয়ার ইচ্ছে নাই। তাই ১ মার্চ থাকছে ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ কনসার্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এটি শুরু হবে বিকাল ৫টায়। এখানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সঙ্গে নিজের জনপ্রিয় গানগুলো শোনাবেন অর্ণব।
অর্ণব বলেন, ‘আপাতত গানের মধ্যেই থাকতে চাচ্ছি। ডুবে থাকব না। নানা কারণে লম্বা একটা বিরতি হয়ে গেল। খানিকটা ভিন্ন আঙ্গিকের পরিবেশনার পরিকল্পনা করেছি। প্রতিটি গানের পরিবেশনা থাকবে আনপ্লাগড ভার্সনে।’ ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ কনসার্টের টিকিটের দাম ৭৫০ ও ১ হাজার টাকা।