কদলপুর মির্জাপাড়ায় এশায়াত সেমিনার

60

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৩৮নং দক্ষিণ কদলপুর শাখাস্থ মির্জাপাড়া জান্নাতুল নাঈম জামে মসজিদ ময়দানে এক এশায়াত সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কদলপুর মির্জাপাড়া আল ফজল যুব নিশানের উদ্যোগে ‘প্রিয় নবীর হারানো সুন্নত পুনরুজ্জীবিতকরণে হযরত গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু) এর অবদান’ শীর্ষক এশায়াত সেমিনারে সভাপতিত্ব করেন মসজিদের মুতওয়ালি আলহাজ জহির আহম্মদ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ৮নং কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশেকুর রহমান। বিশেষ বক্তা ছিলেন মৌলানা বশির উদ্দিন আহমদী, মৌলানা জামাল উদ্দিন আল কাদেরী। উদ্বোধক ছিলেন ৩৮নং কদলপুর শাখার সভাপতি মাওলানা মুসা আনসারী। মো. আশরাফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলী আকবর।
এশায়াত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মাস্টার মোহাম্মদ সেলিম। সেমিনারে বর্তমান সময়ে প্রিয় নবীর বিলুপ্ত প্রায় সুন্নত সমূহের উপর গুরুত্বারোপে হযরত গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু) এর অবদান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।