কথাশিল্পী শওকত ওসমান স্মরণে আলোচনা

28

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনা পরিস্থিতিতে আর কোন নতুন নাটক নয়; বাড়ি ভাড়া সমস্যার সমাধান ও মার্কেট বন্ধ করে ত্রাণ দিন। তা না হলে লকডাউন-এ আটকে পড়া কোটি অভূক্ত মানুষের রোষানলে শেষ হয়ে যাবে ভয়ংকর দুর্নীতিগ্রস্থ বর্তমান সরকারের সকল ভালো কাজ। যদি দেশকে করোনা পরিস্থিতিতে সত্যিকার্থেই রক্ষা করতে হয়, তাহলে লকডাউনে নিরন্ন মানুষকে খাবার পৌছে দিন, নিশ্চিত করুন তাদের বাড়ি ভাড়া সমস্যার সমাধান। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে যে পোশাক কারখানাগুলো খুলেছেন, নিরাপত্তা তাতে নিশ্চিত রাখতে নমুনা সংগ্রহ করুন। দেশের মানুষ আর কোন ৭৪ দেখতে চায় না, তা ষড়যন্ত্রর দুর্ভিক্ষই হোক আর সত্যিকারেরই হোক। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই রাজনীতির পাশাপাশি শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজ-সভ্যতা ও ধর্মের জন্য নিবেদিত থেকে কর্মসূচী বাস্তবান করে; আর তারই ধারাবাহিকতায় আজ জাতির উত্তÍরণে নিরন্তর যোদ্ধা কথাশিল্পী শওকত ওসমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। আশা করি করোনাকাল শেষে শওকত ওসমান ম্মরণে নির্মল সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন করবে জাতীয় সাংস্কৃতিকধারা। ১৪ মে বেলা ১১ টায় কথাশিল্পী শওকত ওসমান স্মরণে নিবেদিত আলোচনা ও লেখা পাঠ-এর উদ্বোধনী আয়োজনে সরকার প্রধানের প্রতি আহবান জানিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, মো. শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।