কক্সবাজার বিমানবন্দরে অচিরেই আন্তর্জাতিক ফ্লাইট : মাহবুব আলী

35

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, ‘সরকার কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের চলমান মেগা প্রকল্পের কাজ শীঘ্রই শেষ করা হবে। ফলে অচিরেই রোড দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট নিয়মিত আসা-যাওয়া শুরু করবে’। গতকাল বৃহ¯পতিবার তিনি দুই দিনের সফরে কক্সবাজারে এসে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক অনির্ধারিত সভায় বক্তব্যে এ তথ্য জানান।
বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী সিনিয়র আইনজীবী অ্যাড. মাহাবুব আলী কক্সবাজারে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে আইনজীবী, সকল পেশাজীবীসহ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ইকবালুর রশিদ আমিন সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জিয়া উদ্দিন আহামদ (এপিপি) পুস্পস্তবক দিয়ে পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী এমপিকে স্বাগত জানান। সভা শেষে প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন পরিদর্শন করেন।