কক্সবাজারে সভা-সমাবেশ নিষিদ্ধ

32

কক্সবাজারে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণের সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ করতে ওয়াজ-মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এই ঘোষণা ২০ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। কেউ এই নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক কামাল হোসেন জানান, এর আগে জনসমাগম, জনসমাবেশ, সৈকতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং নিরুৎসাহিত করা হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কক্সবাজার জেলার প্রবেশপথসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।