কক্সবাজারে রবি ও মিলভিকের ‘মাই হেলথ’ ক্যাম্প

52

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং ক্রমবর্ধমান মোবাইল ভিত্তিক স্বাস্থ্য ও বীমা সেবাদাতা প্রতিষ্ঠান মিলভিক, কক্সবাজারে সাইফুল কমিউনিটি সেন্টারে আজ ও গতকাল দুই দিনব্যাপী একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে। হেলথ ক্যাম্পে আসা সেবা প্রত্যাশীরা ‘মাই-হেলথ’ টেলি-ডক্টরের পরামর্শ ও সেবা গ্রহণ করেন। পাশাপাশি তারা মোবাইল অ্যাপ্লিকেশন সহ অনন্য প্রদর্শিত সেবাগুলিও সরাসরি দেখছে। দুই দিনের এই আয়োজন জুড়ে কক্সবাজারে সর্ব সাধারণের জন্য থাকছে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার মতো সেবাগুলো। এছাড়াও অংশগ্রহণকারীরা হেলথ ক্যাম্প থেকেই আকর্ষণীয় এসব সেবার জন্য সাইন আপ করতে পারবেন। ‘মাই হেলথ’ ফ্যামিলি প্যাক এমন একটি মোবাইল হেলথ ও হাসপাতাল ক্যাশব্যাকের সেবা, যে সেবার আওতায় প্রতি মাসে মাত্র ৬০ টাকা ব্যয়ে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারেন গ্রাহকরা। এছাড়াও ২১২১৬-এ ফোন করে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে তাদের নিজের ও পরিবারের জন্য ২৪/৭ স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন। পাশাপাশি, দৈনিক স্বাস্থ্য টিপস এসএমএস এবং পার্টনার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে মূল্য ছাড় গ্রহণেরও সুযোগ থাকছে।
রবি’র মোবাইল হেলথ সার্ভিস ব্র্যান্ড হিসেবে ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর হেলথ অ্যান্ড বায়োটেক’ ক্যাটাগরিতে মিলভিক-এর মাই হেলথ এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিজ্ঞপ্তি