কক্সবাজারের জিকোই এখন এশিয়ার ‘দ্য ওয়াল’

38

 

মাদ্রাসার সহপাঠিদের নিয়ে বিকেলে যখন বল নিয়ে ধান কেটে ফেলা জমিতে নেমে পড়তেন তখন বেছে নিতেন ফরোয়ার্ড পজিশনটা। কখনো পেশাদার ফুটবলার হবেন, কিংবা কখনো জাতীয় দলের জার্সিতে দেশের জন্য খেলবেন এমনটি কল্পনাতেও ছিল না।
তবে ফুটবল খেললে স্ট্রাইকারই হবেন- এমন ইচ্ছে ছিল। বাকি পজিশনগুলো তার পছন্দের ছিল না। বিশেষ করে গোলপোস্ট তো নয়ই। সবাই বল নিয়ে মাঠজুড়ে ছোটাছুটি করবেন আর সে পোস্টের নিচে দাঁড়িয়ে দেখবেন, কখন বল আসবে কখন ধরবেন বা ঠেকাবেন- এসব কারণে গোলরক্ষক হওয়াটা মোটেও পছন্দের ছিলো না সেই আনিসুর রহমান জিকোর।
অথচ, গোলপোস্ট অপছন্দ করা সেই জিকোই এখন বাংলাদেশ ছাপিয়ে খ্যাতি পেয়েছেন এশিয়ার ‘দ্য ওয়াল’ হিসেবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বালুচরের যুবক জিকো দুইদিন আগে এএফসি কাপে সপ্তাহসেরা পারফরমার নির্বাচিত হয়েছেন। এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট দর্শকদের ভোটের মাধ্যমে বাছাই করা ৫ জনের একজনকে সেরা নির্বাচিত করেছে।
এএফসি কাপের গ্রূপ পর্যায়ের প্রথম সপ্তাহের ম্যাচগুলোর মধ্যে সেরা পারফরমার হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রদত্ত মোট ভোটের ৭৫ শতাংশই পেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক।