কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করতে হবে

110

ওয়াজ মাহফিলের নামে কারো বিরুদ্ধে কোন উদ্দেশ্য মূলক বক্তব্য দেয়া যাবে না বলে উল্লেখ্য করে ফটিকছড়ি এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাÐারী বলেছেন, মানুষ মাহফিলে আসে কিছু শেখার জন্য। কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিলের শুরুতে কিছু ভাল কথা বলার পর সুর হয়ে যায় উদ্দেশ্য প্রণোদিত, যা মেনে নেয়া যায় না। একটি মহল ওয়াজ মাহফিলকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য আদায়ে নেমেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন কথা বললে ছাড় দেয়া হবে না, কোন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মী তাতে উপস্থিত থাকলে, তাদের বিরুদ্ধেও মামলা করতে হবে। কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করতে হবে। তিনি গত ১৮ ফেব্রæয়ারি ফটিকছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, মো. ওহিদুল আলম, সোহরাব হোসেন সৌরভ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদল্লাহ কুরাইশী প্রমুখ।