ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রাসেল

14

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল। এর মধ্যে দিয়ে ৭ মাস পর জাতীয় দলের রঙিন জার্সিতে ফিরবেন এই অল রাউন্ডার। রাসেল সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে গেল বছরের জুলাইতে। মূলত পেসার কেমার রোচ ইনজুরিতে পড়ায় ডাক পড়েছে রাসেলের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠে চোপ পান রোচ। ফলে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাকে।
রাসেলকে ওয়ানডে স্কোয়াডে ফেরানো প্রসঙ্গে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউনি বলেছেন, ‘ইনজুরির কারণে কেমার রোচকে ওয়ানডে সিরিজ থেকে বাদ দিতে হচ্ছে। শেষ দুই ম্যাচের জন্য তার জায়গায় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ আন্দ্রে রাসেলকে। আমরা বিশ্বাস করি, রাসেল দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এদিকে হাঁটুর সমস্যার কারণে বল করতে পারবেন না ৩০ বছর বয়সী রাসেল। তবে তার কাছ থেকে বিধংসী ব্যাটিংই প্রত্যাশা করে বোর্ড।
শেষ দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল :
জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস।