ওয়েল শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়

65

ওয়েল গ্রুপের অর্থায়নে প্রতিষ্ঠিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ওয়েল শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা নগরীর ওয়েল পার্ক রেসিডেন্সের ৯ম তলায় মোহরা গার্ডেন হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবদের উদ্দেশ্যে বলেন, সুন্দর দেশ ও জাতির জন্য মায়েদের অবশ্যই শিক্ষিত হতে হবে। একজন শিক্ষিত মা-ই পারে তার সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। শিক্ষা মানুষকে আলোকিত করে, জীবনে গতি আনে, নতুন পথ দেখিয়ে জীবন গড়তে সহায়তা করে। নারী শিক্ষা উন্নয়নে ওয়েল গ্রুপের অর্থায়নে প্রতিষ্ঠিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
জীবনে প্রতিষ্ঠার পেছনে অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নিজের কঠোর অধ্যবসায়, সততা থাকলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তার প্রকৃষ্ট উদাহরণ ওয়েল গ্রুপ পরিবার। ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, একটি শিল্প সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি বর্তমানে চট্টগ্রামের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন, তার পেছনে ভূমিকা রেখেছে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম।’ আমরাও গরীব ঘরে জন্ম নিয়েছি। নিজেদের পরিশ্রম দিয়ে আজ প্রতিষ্ঠিত হয়েছি।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, মঞ্জুরুল হাসান বাবুল প্রমুখ। খবর বিজ্ঞপ্তির