ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলার কর্মশালা

67

ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলার উদ্যোগে ২১৫ জন হজ যাত্রীর অংশগ্রহণে ২৩তম হজ প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর উত্তর কাট্টলীর কর্ণেলহাট জামে মসজিদে অনুষ্ঠিত এ কর্মশালা ও পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র প্রফেসর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। হজ ব্যবস্থাপনা ও হাজীদের করণীয় বিষয়ক দিক-নির্দেশনা প্রদান বিষয়ক প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এস এম রফিকুল আলম। ওয়ার্ল্ড ভিউ হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় হজ সংক্রান্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নিয়মগুলো সম্পর্কে বর্ণনা করেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা সৈয়দ ওসিউর রহমান, চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু দাউদ মুহাম্মদ মামুন, ভেলুয়ারদিঘী জামে মসজিদের খতিব মাওলানা মো. মোখতার আহমদ, আগ্রাবাদ মৌলভীপাড়া জামে মসজিদের খতিব¡ মাওলানা আবদুর রশিদ ইসলামাবাদী ও ওয়ার্ল্ড ভিউ হজ্ব কাফেলার নির্বাহী পরিচালক বখতিয়ারুল ইসলাম চৌধুরী। কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তর কাট্টলী নাজিরবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল খালেক।
ওয়ার্ল্ডভিউ হজ গ্রুপের প্রতিনিধি মোহাম্মদ শফিকুল আহাদ এর সঞ্চালনায় এতে রাজনীতিবিদ অ আ ম হায়দার আলী চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২১৫ জন হজযাত্রী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি