ওয়ার্নারের ক্যারিয়ার শেষ করে দিতে পারে করোনা!

16

স্পোর্টস ডেস্ক

বৈশ্বিকভাবে করোনা পরিস্থিতির অবনতিই হচ্ছে। অস্ট্রেলিয়াতেও একই হাল। ডেভিড ওয়ার্নার তাই খুব আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের স্থায়িত্ব নিয়ে। যেমন ইংল্যান্ডে (সেপ্টেম্বরে) জীবানু সুরক্ষিত পরিবেশে খেলার কথা আছে অস্ট্রেলিয়ার। এমন পরিবেশে খেলতে গেলে দীর্ঘ দিনের জন্য পরিবার থেকে বিচ্ছিন্নই থাকতে হবে। তিনি মনে করছেন, এমন হলে পরিবার ভাবনায় অনেকে হয়তো অবসরকেই বেছে নিবেন! ওয়ার্নার এমনটা ভাবছেন নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকেই। ইংল্যান্ড সফরের পর আইপিএল, তার পর রয়েছে ঘরোয়া গ্রীষ্মের ঠাসা সূচি। গত গ্রীষ্মে যেমন তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ক্যারিয়ার আরও বেশি লম্বা করতে ৩৩ বছর বয়সেই তিনি একটি বা তার বেশি কোনও ফরম্যাট থেকে অবসর নেবেন কিনা ভাবছেন।
তিনি বলেছেন, ‘তখন আমি দেখবো, আমি কোন অবস্থানে আছি, আমার মেয়েরা স্কুলে কী অবস্থায় আছে। এসব কিছুর বেশির ভাগই আমার সিদ্ধান্তের অংশ। বিষয়টা এমন নয়, কখন খেলা হবে, কী পরিমাণে খেলা হবে। আমার জন্য সিদ্ধান্তটা পারিবারিকই হবে।’ এছাড়া ভিক্টোরিয়া রাজ্যের করোনা পরিস্থিতিও ভাবাচ্ছে ওয়ার্নারকে। কারণ অস্ট্রেলিয়ার বাকি অঞ্চলের তুলনায় এই অঞ্চলের সংক্রমণ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। আর মেলবোর্নেই ২৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে হওয়ার কথা বক্সিং ডে টেস্ট।