ওয়ানডেতে সাকিবের সবচেয়ে ব্যয়বহুল ওভার

39

ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল একটি ওভার করলেন সাকিব আল হাসান। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারে তিনি দেন ২৩ রান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এর আগে এক ওভারে এতো রান দেননি। ইনিংসে তিনি মোট ৯ ওভার বল করে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
ইনিংসের ৪৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের প্রথম বলে চার মারেন স্টার্লিং। দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে সাকিবকে হতাশ করেন তিনি। পরের ডেলিভারিটি ওয়াইড হয়। এর পরের বলে চার মারেন স্টার্লিং। পঞ্চম বল থেকে তিনি নেন এক রান। শেষ বলে এক রান নেন কেভিন ও’ব্রাইন।