ওয়াটফোর্ডকে উড়িয়ে শীর্ষে থাকলো লিভারপুল

28

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ছিল জমজমাট। একই দিনে মাঠে নেমেছিল টেবিলের শীর্ষ ৬ দল। যার মধ্যে ‘বড় ম্যাচ’ ছিল তিনে থাকা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ষষ্ঠ দল চেলসির লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি জিতেছে চেলসি। এদিন বড় জয়ে ফিরেছে লিভারপুল। জিতেছে ম্যানসিটি, আর্সেনাল ও ম্যানইউও। গত চার লিগ ম্যাচের তিনটি ড্র করা লিভারপুল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে। আগের দুটি ম্যাচে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল অল রেডরা। এবার গোলখরা কাটালো তার গোল উৎসব করে। সাদিও মানে ও ভার্জিল ফন দিকের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে লিভারপুল। অন্য গোলটি করেন দিভোক ওরিগি। এই জয়ে ২৮ ম্যাচ শেষে শীর্ষেই থাকলো তারা। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের পয়েন্ট ৬৯।
অবশ্য ম্যানচেস্টার সিটি ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শীর্ষ দলের সঙ্গে এক পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে। টানা দ্বিতীয় লিগ কাপ জয়ীদের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন সের্হিও আগুয়েরো। ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা। এদিকে চেলসির মাঠে ২-০ গোলে হেরে গেছে টটেনহ্যাম হটস্পার। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ছয়ে ব্লুজরা। রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতেছে ম্যানইউ। উলা গুনার সুলশারের অধীনে লিগে টানা ১১তম ম্যাচ অজেয় থাকলো তারা। আর টানা অষ্টম অ্যাওয়ে ম্যাচ জয়ের ক্লাব রেকর্ডও গড়লো দলটি। ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেড ডেভিলরা। এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেরা চারে থাকলো আর্সেনাল। এই জয়ে ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ তারা।