ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ

64

চান্দগাঁওস্থ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানি স্মারক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম. রেজাউল কমির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মাদ্রাসা পরিচালনা পরিষদের এতিমখানার সেক্রেটারি হাজী এয়ার মোহাম্মদ, শামসুল আলম, জসিম উদ্দীন, মোস্তাফা কামাল দুলাল।
উপাধ্যক্ষ মাওলানা কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার মুহাম্মদ ইসমাঈল, মুনিরুল হাসান, মাস্টার রেজাউল করিম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শফিউল আলম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবুল হোছাইন, মাওলানা আবদুল বারি, মুহাম্মদ ইমাম হাসান, মুহাম্মদ ইকবাল হোসেন, মাওলানা আব্দুল করিম, চেমন আরা বেগম, হাফেজ মুহাম্মদ নুরুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গভীর মনোযোগ হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি আরো বলেন, দেশের অপসংস্কৃতি রোধে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরিশেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি