ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি বললেন পৃথিবীর সবচেয়ে সস্তা দামে ওষুধ মিলে বাংলাদেশে!

47

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেছেন, পৃথিবীতে সবচেয়ে সস্তা দামে ওষুধ পাওয়া যায় বাংলাদেশে। এ ছাড়া খুব সহজে ওষুধ মেলে। ইউরোপ-আমেরিকাতে ওষুধের দাম বাংলাদেশের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর জামালখান রীমা কনভেনশন সেন্টারে নকল, ভেজাল, আনরেজিস্ট্রার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পাহাড়তলী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতালসহ একাধিক স্থানে মডেল ফার্মেসি উদ্বোধন করেন মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।
ওষুধ প্রশাসন অধিদফতরের ডিজি আরও বলেন, তবে দেশের মানুষের আয়ের তুলনায় এখানে ওষুধ দাম বেশি। ফলে নিম্ন আয়ের মানুষ টাকার অভাবে ওষুধ কিনে সেবন করতে পারেন না। এ ছাড়া অনেক ওষুধ খাওয়ার পরেও কাজ করে না। সেগুলোর অবশ্য অনেক কারণ রয়েছে।
ডিজি মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে দেশে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশীয় প্রতিষ্ঠান যোগান দিচ্ছে। পাশাপাশি বিদেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সাদিকুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন ও সচিব মুহাম্মদ মাহাবুবুল হক।
এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক ড. আকিব হোসেন, ঔষুধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।