এয়ার পাওয়ার বাতিল করলো অ্যাপল

30

নিজেদের একটি পণ্য বাতিল করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি যেরকম চাচ্ছিল সেরকম ‘কার্যকর’ না হওয়ায় এটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বাতিল করা ওই ডিভাইসের নাম এয়ার পাওয়ার।
এয়ার পাওয়ার ২০১৭ সালে বাজারে অবমুক্ত করা হয়। এর সাহায্যে অনেক ডিভাইসে কোনও ধরনের তার সংযোগ দেওয়া ছাড়াই চার্জ দেওয়া যেত। কিন্তু শুরু থেকেই এটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল।
এই গরম হওয়া সমস্যা নিয়ে অ্যাপল তখন থেকেই কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা ভেবেছিলেন, সমস্যাটি হয়তো সমাধান করা যাবে। কিন্তু দীর্ঘদিন কাজ করেও এতে আশানুরূপ কোনও ফলাফল পায়নি তারা। এজন্য শেষ পর্যন্ত ডিভাইসটি বাতিলের ঘোষণা দিতে হলো।
এ সম্পর্কে অ্যাপল জানায়, অনেক শ্রম দেওয়ার পরও অ্যাপল এয়ার পাওয়ারকে আমাদের নিজস্ব মানে নিয়ে যেতে পারেনি। এ কারণে পণ্যটি বাতিল করা হয়েছে। অবশ্য এর বেশি আর কিছু জানায়নি অ্যাপল।
গুঞ্জন বলছে, ২০১৭ সালে উন্মোচনের পর থেকেই এর উৎপাদন পুরোদমে শুরু হয়। তখন অ্যাপল জানিয়েছিল, ২০১৮ সালের কোনও এক সময়ে এটা বাজারে ছাড়া হবে। তখন প্রতিষ্ঠানটি আরও বলেছিল, বিশ্বমানের তারবিহীন চার্জিং সলিউশন হবে এটি।