এহসান সিটি স্কুল এন্ড কলেজে শোকদিবসের আলোচনা সভা

139

এহসান সিটি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে এহসান সিটি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম পর্যায়ের অংশ বিশেষ হিসেবে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ড্রেজী রাহা এর সভাপতিত্বে গত ৭ আগস্ট বুধবার ক্যাম্পাসে শোক র‌্যালি, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল উনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এহসান সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আমাদের সমাজ ও দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করতে হবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে সবাইকে জানতে হবে এবং অন্যদের জানাতে হবে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোহাম্মদ মিছবাহ উদ্দিন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে ১৫ আগস্ট ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও চিত্রাংকন প্রাতযোগিতা। এবং তৃতীয় পর্যায়ে থাকবে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এহসান সিটি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জাহিদ আরা খানম, ফওজিয়া জিহান চৌ. প্রমা, আফরিন তুষার পিংকি, মো. শেখ সাদী, মো. ফোরকান উদ্দিন, মো. নাছির উদ্দিন, তারেকুল ইসলাম, ফাতেমা-তুজ জোহরা চৌধুরী, নাসরীন সোলতানা, নুর নাহার, শারমিন আক্তার, ফারহানা বিলকিছ, আমরুন নাহার মৌসুমী প্রমুখ। বিজ্ঞপ্তি