এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন

91

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যের সভাপতিত্বে ও রিমন মুহুরীর পরিচালনায় গত ২ মার্চ অনুষ্ঠিত হয়। শুরুতে সংগঠনের যে সকল নেতৃবৃন্দ ও পরিবার বর্গের সদস্য প্রয়াত হয়েছেন তাদের আত্মার সদগতি কামনা করে নিরবতা পালন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় সভাপতি ড. আনিসুল হক। তিনি বলেন, তিলে তিলে গড়া এ সংগঠন বর্তমান সময়ে সারা বাংলাদেশে প্রগতিশীল নেতৃত্ব নিয়ে বিভাগীয়, জেলা উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছে। আগামীতে ২৮তম এশিয় জ্যোতিষ সম্মেলন এই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। উদ্বোধক ছিলেন প্রধান উপদেষ্টা চিত্ত রঞ্জন আচার্য্য। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. জি কিবরিয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য। তিনি বলেন, এ সংগঠনটি দীর্ঘকাল ধরে সারা বাংলাদেশ ব্যাপী সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৫৭৭ সদস্য নিয়ে এ সংগঠনের পথচলা। সত্য, ন্যায় ও সততার সাথে সংগঠনে যারা কাজ করবে আমরা তাদেরকে মূল্যায়ন করব। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন মহাসচিব পন্ডিত বিজয় শর্মা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ হালদার, ইয়াসির আরাফাত মেহেদী, শেখ টুটুল, রাকিবুল হাসান। বক্তব্য রাখেন আজিম শাহ, চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ সভাপতি সুজিত আচার্য্য, বঙ্কিম আচার্য্য, দুলাল আচার্য্য, মিন্টু শর্মা, লিটন আচার্য্য, শংকর আচার্য্য, পন্ডিত সুজন আচার্য্য, চন্দ্ররাজ আচার্য্য, প্রিয় মোহন কাছারী, রিটু আচার্য্য বাধন, শিল্পী আচার্য্য, জয়দেব আচার্য্য, সুজিত আচার্য্য, জে কে শর্মা, অভিজিৎ আচার্য্য, তাপস আচার্য্য, রুবেল আচার্য্য, তপন আচার্য্য, হারাধন আচার্য্য, ননী গোপাল আচার্য্য, রতন আচার্য্য, পলাশ আচার্য্য, নবদ্বীপ আচার্য্য প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনে সমাজে বিভিন্ন কাজে অবদান রাখায় ড. আনিসুল হক, জি.কিবরিয়া, অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, ড. শ্রীরাম আচার্য্য, বিজয় শর্মা, দুলাল আচার্য্য, বিশ্বজিত হালদার, শিল্পী আচার্য্য, শেখ টুটুল, রাকিবুল হাসান, এ বি কাচারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২য় পর্বে ত্রি-বার্ষিক সম্মেলন বিষয়ক নির্ধারনী কমিটি সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যকে সভাপতি, ড. শ্রীরাম আচার্য্যকে নির্বাহী সভাপতি ও জ্যোতিষ ভাষ্কর বিজয় শর্মাকে মহাসচিব নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি