এস্ট্রলজার্স সাসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন

104

এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে বিষয় নির্ধারণী কমিটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. জি কিবরিয়া। কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্যের পরিচালনায় সমন্বয়ে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ হালদার, ইয়াসির আরাফাত মেহেদী, শেখ টুটুল, রাকিব হাসান। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ননীগোপাল আচার্য, বিজয় শর্মা, আজিম শাহ, সুজিত আচার্য্য, বঙ্কিম আচার্য্য, দুলাল আচার্য্য, মিন্টু শর্মা, রিমন মুহুরী, লিটন আচার্য্য, শংকর আচার্য্য, পন্ডিত সুজন আচার্য্য, চন্দ্ররাজ আচার্য্য, প্রিয় মোহন কাছারী, রিটু আচার্য্য বাধন, জয়দেব আচার্য্য, সুজিত আচার্য্য, জে কে শর্মা, অভিজিৎ আচার্য্য, তাপস আচার্য্য, রুবেল আচার্য্য, তপন আচার্য্য, হারাধন আচার্য্য, ননী গোপাল আচার্য্য, রতন আচার্য্য, পলাশ আচার্য্য, নবদ্বীপ আচার্য্য প্রমুখ। বিষয়ক নির্ধারনী কমিটি সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যকে সভাপতি, ড. শ্রীরাম আচার্য্যকে নির্বাহী সভাপতি ও জ্যোতিষ ভাস্কর বিজয় শর্মাকে মহাসচিব নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

ইউরোপীয় ইউনিয়নের
বন্দরটিলা মাতৃসদন
হাসপাতাল পরিদর্শন

চট্টগ্রাম সিটি করর্পোরেশন এলাকার হত দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি সেবা সংক্রান্ত বিষয় অবহিত হতে বর্তমান সরকার কর্তৃক প্রেরিত ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শন টিম গত ৯ মার্চ বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের টেকনিক্যাল এক্সপার্ট এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ইউনুস আলী মৃধা। বন্দরটিলা সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ ও জোনাল মেডিকেল অফিসার ডা. মো. হাসান মুরাদ চৌধুরী। এসময় প্রতিনিধি দলকে সার্বিক বিষয় অবহিত করেন। পরিদর্শন কালে হাসপাতালের কনসালটেন্ট, চিকিৎসক এবং সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শন টিম হাসপাতালের বিভিন্ন সুযোগ সুবিধা দেখেন এবং অভাব সমূ মেয়রকে অবগত করে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি