এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে শিশুর সুরক্ষাকে প্রাধান্য দিয়েছে সরকার

52

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেছেন, এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে অন্যান্য উদ্যোগের পাশাপাশি শিশুদের জন্য মানসম্মত পড়ালেখা, স্বাস্থ্যসেবাসহ শিশুর সুরক্ষা, নিরাপত্তা, খেলাধুলা, বিনোদন, বাল্য বিবাহ রোধ ও শিশুদের প্রতি বিনিয়োগের বিষয়কে সরকার প্রাধান্য দিয়েছেন। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিশুদের জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণের নিমিত্ত সহায়তামুলক গবেষণা কাজে সহযোগিতাকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পরিকল্পনা কমিশন, র‌্যাপিড ও ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় বিভাগীয় কমিশনার অফিস দিনব্যাপী কর্মশালার আয়োজন করেন।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তীর (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে ও উপ-পরিচালক নুসরাত সুলতানার সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গবেষণা বিভাগের অধ্যাপক ও র‌্যাপিড’র নির্বাহী পরিচালক ড.এম আবু ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় হেড অব জোন মিস্ মাধুরী ব্যনার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো.সামসুদ্দোহা, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সহকারী প্রধান জোসেফা ইয়াসমিন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি। বক্তব্য রাখেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রæ মারমা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. জগদীশ চন্দ্র দাশ, চট্টগ্রাম মহিলা বিষয়ক উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য, মাধ্যমি ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, ডেপুটি সিভিল সার্জন ডা. জি.এম তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সুলতান মিয়া, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোঃ হেফজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসাইন ভূইয়া, সহকারী অধ্যাপক মোঃ আবদুল খালেক, সহকারী অধ্যাপক জুরানা আজিজ, সহকারী অধ্যাপক এবিএম ওমর ফপারুক, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, বান্দরবান পরিবার পরিকল্পনা দপ্তরেরউপ-পরিচালক ডা.অংথোয়াই, ইউনিসেফ বাংলাদেশ’র শিশু সুরক্ষা কর্মকর্তা ফ্লোরা জেসমিন দীপা, ইউনিসেফ’র ওয়াশ অফিসার সাফিনা নাজনীন, ইউনিসেফ’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা বানু, ইউনিসেফ’র শিক্ষা অফিসার আফরোজা ইয়াছমিন প্রমুখ। কর্মশালায় চট্টগ্রাম ও পার্বত্য জেলা সমুহের সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগন অংশ নেন। বিজ্ঞপ্তি