এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে আবারও রানারআপ মাহাদী

44

শেষ লড়াইয়ে এসে আবারও পারলেন না মাহাদী হোসেন আলভী। জর্ডানের প্রতিযোগীর কাছে হেরে আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপসের ডিভিশন-২-এর বালক এককে রানারআপ হয়েছেন বাংলাদেশের এই খেলোয়াড়।
বাংলাদেশ টেনিস ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, থাইল্যান্ডে হওয়া এই প্রতিযোগিতার বালক এককের ফাইনালে মাহাদী ৬-০, ৬-৩ গেমে জর্ডানের মোহাম্মদ আলকোটপের কাছে হারেন।
আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপসের এর আগের ফাইনালে জর্ডানের এই প্রতিযোগীর কাছে হেরেই রানারআপ হয়েছিলেন মাহাদী।
এই পর্বে বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের রুমান হোসেন পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি গড়ে জর্ডান-ইরানের জুটির কাছে ৬-০, ৬-৩ গেমে হারেন।এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে আবারও রানারআপ মাহাদী শেষ লড়াইয়ে এসে আবারও পারলেন না মাহাদী হোসেন আলভী। জর্ডানের প্রতিযোগীর কাছে হেরে আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপসের ডিভিশন-২-এর বালক এককে রানারআপ হয়েছেন বাংলাদেশের এই খেলোয়াড়।
বাংলাদেশ টেনিস ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, থাইল্যান্ডে হওয়া এই প্রতিযোগিতার বালক এককের ফাইনালে মাহাদী ৬-০, ৬-৩ গেমে জর্ডানের মোহাম্মদ আলকোটপের কাছে হারেন।
আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপসের এর আগের ফাইনালে জর্ডানের এই প্রতিযোগীর কাছে হেরেই রানারআপ হয়েছিলেন মাহাদী।
এই পর্বে বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের রুমান হোসেন পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি গড়ে জর্ডান-ইরানের জুটির কাছে ৬-০, ৬-৩ গেমে হারেন।