এলো ঋতু হেমন্ত

45

পাকা ধানে মাঠ সোনালি
আর দেখি না এমন তো!
নবান্নের ঐ পত্র হাতে
আসলো বুঝি হেমন্ত।

উঠান ভরা সোনালু ধান
মন মাতানো মৌমাতে
মুগ্ধ ভ্রমর,তাহার সাথে
মিয়া বাড়ির বৌ মাতে।

বৌ-মা’তে খুব শোলক চলে
উঠবে গোলায় লক্ষী যে!
সোনা বরণ ধানের রূপে
আনন্দিত লোক কী যে!

শরৎ গানের পাঠ চুকিয়ে
মাঠ গুছিয়ে কাশ ফুলের
শিশির ঘাসে শিউলি ঝরে
গন্ধ কী তুই পাস ফুলের?

গন্ধে ভরা নরম হাওয়া
শিশির ভেজা ঘাস,মাটি।
হেমন্তের এই স্নিগ্ধ রূপে
মন খুলে তুই হাস মা’টি।