এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার

19

বিশ্বকাপ শেষে আসন্ন মৌসুমের জন্য দুই আম্পায়ারকে এলিট প্যানেলভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা হলেন ইংল্যান্ডের মাইকেল গফ এবং ওয়েস্ট ইন্ডিজের জো উইলসন। ২০১৯-২০ মৌসুমের জন্য তাদের এলিট প্যানেলে নিয়েছে আইসিসি। অবসরে আম্পায়ার ইয়ান গোল্ড, বাদ পড়েছেন ভারতীয় আম্পায়ার রবি সুন্দরাম। আন্তর্জাতিক পর্যায়ে বিচ্চক্ষণ আম্পায়ারিংয়ের কারণেই প্রমোশন পেয়েছেন গফ এবং উইলসন। এখনও পর্যন্ত ৯ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন মাইকেল গফ। ক্যারিবিয়ান উইলসনের আম্পায়ারিং অভিজ্ঞতা ১৩ টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচের। আইসিসির বর্তমান এলিট প্যানেল আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমান, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলব্রো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রেইফার, রড টাকার, মাইকেল গফ এবং জো উইলসন। আইসিসির ম্যাচ রেফারিদের তালিকা ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, অ্যান্ডি পাইক্রফট এবং জাভাগাল শ্রিনাথ।