এলিট পেইন্ট সিরাজ কিশোর ফুটবলে বাংলাদেশ বয়েজ ক্লাব’র শুভসূচনা

71

এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এলিট পেইন্ট সিরাজ মহানগরী কিশোর ফুটবল লিগ গত ২৬ মার্চ দামপাড়া পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে পাহাড়তলী একাদশকে ১-৪ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাব হারিয়ে শুভ সূচনা করেন। এ লিগের উদ্বোধন ঘোষণা করে ১১টি দলকে ১টি করে ফুটবল তুলে দেন সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম, বিশেষ অতিথি ছিলেন এলিট পেইন্ট গ্রুপ অব-কোম্পানীজ এর পরিচালক (অপারেশন্স) মাযহার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার(উত্তর) বিজয় বসাক, স্পন্সর প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সিনিয়র জি. এম সুব্রত দেব প্রমুখ। সিনিয়র সহ-সভাপতি, সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন অর্থ) কুসুম দেওয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, যুগ্ম-সম্পাদক আশীষ ভদ্র, ইবাদুল হক লুলু, নির্বাহী কমিটির সদস্য কায়সার মির্জা, সেকান্দার কবির, মনোরঞ্জন সাহা, সিএমপি সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ইয়াসিন আরাফাত, ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান, ফরিদ আহম্মদ, সম্পাদক, শামিন আজাদ খোকন, সহ-সভাপতি (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) ফারুক উল হক, মহানগরী ফুটবল রেফারি অ্যাসোশিয়েসন সভাপতি ও সিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, সাধারণ সম্পাদক এনামুল হাসান, ফুটবল কমিটির যুগ্ম-সম্পাদক, নাছির মিয়া, এম.এ মুছা বাবলু, মাহাবু উল আলম মুকুল, সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর) এস এম মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) মোখলেছুর রহমান, (পিওএম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম ইউনিট) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, (ট্রাফিক বন্দর) উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) হাসান চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) দেবদূত, ফুটবল কমিটির সদস্য, আর.আই, সিএমপি মারুফ সিকদার, মোঃ হারুন, মোঃ মুছা, লুৎফর কাদের বাবর, সুনিল কৃষ্ণ দে প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রিকেট কমিরি সদস্য অধ্যাপক জাহিদুর রহমান জাহিদ অনুষ্ঠান পরিচালনা করেন।
এদিকে গতকাল লিগের দ্বিতীয় দিনের প্রথম খেলায় নির্বাণ ১-০ গোলে বরমা ফিজিক্যাল ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় ফরিদ ফুটবল অ্যাকাডেমিকে ৪-০ গোলে পরাজিত করে ধানসিঁড়ি ক্লাব।
আজকের খেলা : বাবর ফুটবল অ্যাকাডেমি – রাইডার্স ক্লাব (দেড়টা), এমএফ ক্রীড়া অ্যাকাডেমি – কালারপোল ক্রীড়া সংস্থা (পৌনে ৩টা)।