এলপিএলে দল পেলেন গেইল রাসেল আফ্রিদিরা

19

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটের তারিখ পিছিয়েছে কয়েকবার। শেষ পর্যন্ত সোমবার যখন সেটি হলো, অনলাইন আয়োজনে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। ড্রাফটের নিয়ম-কানুন, ক্রিকেটার বাছাইয়ের পদ্ধতি, সবকিছু নিয়ে গোলমাল পাকাল বারবার। এসবের মধ্য দিয়েই শেষ হলো ড্রাফট। সেখানে দল পেলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, ফাফ দু প্লেসিরা। ড্রাফট থেকে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন দাভিদ মালান, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি, পল স্টার্লিং, সামিত প্যাটেল, ডেভিড মিলার, কার্লোস ব্র্যাথওয়েট, আসিফ আলি, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, নাভিন-উল-হক, কলিন ইনগ্রাম, মোহাম্মদ আমির, হজরতউল্লাহ জাজাই, সরফরাজ আহমেদ ও আজম খান। এমনকি ভারতীয় ক্রিকেট থেকে বেশ আগে অবসরে যাওয়া মানবিন্দর বিসলা ও মানপ্রিত গনি আছেন একটি দলে। ৫ দলের এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ২১ নভেম্বর।