‘এরা দৃষ্টি প্রতিবন্ধী নন-দৃষ্টিজয়ী’

153

স্মাইল বাংলাদেশের উদ্যোগে ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতকার্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা গত ১৮ মে বিকাল ৪ টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। স্মাইল বাংলাদেশ এর এডমিন নজরুল ইসলাম জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসি ডিবি (উত্তর) মির্জা সায়েম মাহমুদ। প্রধান আলোচক ছিলেন সম্মিলিত সামজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন হোটেল সাফিনা ইন্টান্যাশনাল এর এমডি শিহাব সাগির, স্মাইল বাংলাদেশ এর উপদেষ্টা ফারদিন বাপ্পি, সামাজিক সংগঠন প্রতিজ্ঞা সংঘের সভাপতি লায়ন মোঃ ইব্রাহিম, আলো দেখাবোইর প্রতিষ্ঠাতা এম.এইচ. স্বপন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি এডিসি ডিবি (উত্তর) জনাব মির্জা সায়েম মাহমুদ বলেন, চোখের আলো নেই এরপরও থেমে নেই এরা, সমাজের অনেকে মনে করে এরা সমাজের বোঝা, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আমরাও পারি। শুধু সবার সহযোগীতা প্রয়োজন। এরা দৃষ্টি প্রতিবন্ধী নয় এরা দৃষ্টি জয়ী। সম্মিলিত সামজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকী বলেন, প্রতিবন্ধী শিশুরা স্বর্গের সন্তান। তাদের প্রতি মানবিক আচরণ ও সুবিচার করতে হবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সামাজিক সংগঠন আলো দেখাবোই’র প্রতিষ্ঠাতা এম এইচ স্বপন বলেন, প্রত্যেক প্রতিবন্ধীই এই সমাজের অন্তর্ভুক্ত। যদি আমরা তাদের ভালোবেসে কাছে টেনে নিয়ে একটু সহযোগিতা করি তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, একটু সুযোগ পেলে প্রতিবন্ধীরাও শত বঞ্চনা পেরিয়ে নিজেদের তুলে ধরতে পারবে। এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম শরিফ, জাহিদ তানছির, কামাল হোসেন, সংগঠনের এডমিন মো.সাইফুল ইসলাম ইমরান, এডমিন মামুন বিন আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি