এরদোয়ানের বিরুদ্ধে গণভোট!

41

প্রেসিডেন্ট এরদোয়ানের অতীত নির্বাচনি সাফল্যের মূলে ছিল শক্তিশালী অর্থনীতি। কিন্তু তুর্কি লিরার ক্রমশ দুর্বল হয়ে পড়া, মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন এরদোয়ানের দলকে ফেলছে চ্যালেঞ্জের মুখে। রবিবার রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোয়ান এখনও তার দলকে দেশের ‘এক নম্বর দল’ হিসেবে তুলে ধরেন। কিন্তু একইসঙ্গে মেয়র নির্বাচনে পিছিয়ে থাকার কথাও স্বীকার করেন তিনি। তার ভাষায়, ‘যদি আমাদের কোনও ব্যর্থতা থেকে থাকে, তাহলে আমাদের দায়িত্ব হলো তা সমাধান করা।’ সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ডয়চে ভেলে।