এরদোয়ানকে ‘অসম্মান’ তুরস্কের পার্লামেন্টে মারামারি

49

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করার ইস্যুতে সে দেশের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারি হয়েছে। বুধবার বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র আইনপ্রণেতা এনজিন অজগোকের বক্তব্যের জেরে ওই মারামারির ঘটনা ঘটে। এরইমধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলন ও টুইটার পোস্টে এনজিন অজগোক এরদোয়ানের বিরুদ্ধে কয়েকদিন আগে সিরিয়ার ইদলিবে নিহত হওয়া তুর্কি সেনাদের অসম্মান করার অভিযোগ তোলেন। শুধু তাই নয়, এর সূত্রে অজগোক তুর্কি প্রেসিডেন্টকে অজ্ঞ, নীচ ও বেঈমান বলেও গালমন্দ করেন। তুর্কি শিশুদের সিরীয় যুদ্ধে পাঠানোরও অভিযোগ তুলে ওই আইনপ্রণেতা বলেন, অথচ এরদোয়ান নিজের সন্তানদের সামরিক সংশ্লিষ্টতা থেকে দূরে রেখেছেন।
বুধবার অজগোকের ওই মন্তব্যের জেরেই পার্লামেন্টে তুমুল হাঙ্গামা ও মারামারি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মারামারির ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন পার্লামেন্ট সদস্য তাতে যোগ দিয়েছেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধীপক্ষকে কিল-ঘুষি মারছেন। অনেকে আবার মারামারি থামানোর চেষ্টাও করছেন। সংঘর্ষে কয়েকজন আইনপ্রণেতাকে মাটিতে পড়েও যেতে দেখা যায়। এ ঘটনার আগে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েনের ব্যাপারটিকে প্রশ্নবিদ্ধ করায় এরদোয়ানও বিরোধী দলকে ‘অজ্ঞ, নীচ ও বেঈমান’ বলে ভর্ৎসনা করেন। অজগোক সেই মন্তব্যেরই প্রতিক্রিয়া দেখিয়ে তুর্কি প্রেসিডেন্টকে অজ্ঞ, নীচ ও বেঈমান বলে মন্তব্য করেন। তুর্কি পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে অজগোকের ওই বিবৃতির নিন্দা জানিয়েছেন।