এম. হোসাইন শিশু মেধাবৃত্তির ১৫ বছর পূর্তি উদযাপন

74

‘শিশুর জন্য হ্যাঁ বলুন’ এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন এম. হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে সারা সন্দ্বীপ ব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৪র্থ এবং ৬ষ্ট শ্রেণীর বৃত্তি প্রাপ্তদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরন এবং ১৫ বছর ফূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজনে করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি উপজেলা কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান এবং ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এম. হোসাইন শিশু মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক রহিম মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা। বিশেষ অতিথি ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী মোশারেফ হোসাইন জসিম ও গাছুয়া এ.কে. একাডেমীর প্রধান শিক্ষক আমিন রসুল খাঁন ও উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম ইনসাফ, সুফিয়ান মানিক, বাদল রায় স্বাধীন, ডাঃ মোজাম্মেল হোসেন, সাইফ রাব্বী, আলী হোসেন, জুয়েল রানা প্রমুখ। সভায় পরীক্ষা সচিব ইলিয়াস কামাল বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স›দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বোধী চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, এম. হোসাইন ট্রাস্টের পৃষ্ঠপোষক মোশাররফ হোসাইন জসিম, গাছুয়া একে একাডেমীর প্রধান শিক্ষক আমিন রসুল খাঁন ও উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিতর্কহীন ভাবে সন্দ্বীপের কয়েকজন সংবাদকর্মী মেধা ও শ্রম দিয়ে এই বৃত্তির এগিয়ে চলার ১৫ বছর অতিক্রম করেছেন এবং তাদের দেখাদেখি সন্দ্বীপে এখন অনেক বৃত্তির প্রচলন শুরু করেছেন শিক্ষা অনুরাগীরা।
অপর দিকে নিভৃতচারী ও প্রচার বিমুখ ব্যক্তি মোশারফ হোসাইন জসিমের পৃষ্ঠপোষকতায় শুধু বৃত্তি প্রদান নয় সন্দ্বীপের গরীব শিক্ষার্থীদের তিনি বিভিন্ন ভাবে আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়াও গরীব ও দুস্থদের সহযোগিতার জন্য এম. হোসাইন ট্রাস্টফান্ড গঠন করে নীরবে সমাজ সেবা করে যাচ্ছেন। তাই পৃষ্ঠপোষক ও বৃত্তির সাথে সংশ্লিষ্ট সকলে সন্দ্বীপে শিশু শিক্ষায় অবদান রেখে অনুকরনীয় ব্যাক্তিত্বে পরিণত হয়েছেন। এ ধারা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া অনুষ্ঠানে সন্দ্বীপের শিশু শিক্ষায় অবদানের জন্য ৫ জন সাংবাদিক সন্মাননা স্মারক পেয়েছেন। তারা হলেন-রহিম মোহাম্মদ, ইলিয়াস কামাল বাবু, বাদল রায় স্বাধীন, সাইফুল ইসলাম ইনসাফ ও সুফিয়ান মানিক। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।