এম কফিল উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত

75

সাবেক এমপি এম কফিল উদ্দীনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বক্তাগণ বলেন, আমরা এমন এক যুগে এসেছি যখন সাদামাটা-নির্লোভ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়া দুস্কর। মানুষের বিপদে-আপদে, সুখে-দুখে নিস্বার্থভাবে পাশে দাঁড়াবার মানুষ কম। সবাই মন্ত্রী, এমপি, রাতারাতি নেতা হতে চায়, ক্ষমতা পেতে চায়। কিন্তু ত্যাগ স্বীকার করতে চায় না, পরিশ্রম করতে চায় না। দেশের নানা পট পরিবর্তনে মরহুম কফিল উদ্দিন চেতনা ও আদর্শের বিষয়ে দৃঢ় ছিলেন। নানা প্রলোভনের প্রস্তাব লুফে নিলে তিনি জীবনে আরো উঁচু আসনে অধিষ্ঠিত হতেন। কিন্তু তিনি তা করেন নি। সাবেক এমপি এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরহুমের সস্তান মো. জাহেদ মুরাদ। সম্প্রতি মুক্তিযাদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতা সরওয়ার আলম মনির পরিচালনায় আলোচনায় অংশ নেন সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ। এ সময় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার হাসান মুরাদ, মওলানা ওয়াহেদ মুরাদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজী রাজেশ ইমরান, শাহেদ মুরাদ সাকু, ইসমাঈল হোসেন, সিরাজ উদ দ্দৌলা দৌলত, আমিনুল ইসলাম আজাদ, নিজাম উদ্দীন আহাদ, ইয়াছিন ভুইয়া, মিজানুর রহমান সজিব, সাজ্জাদ হোসেন, আশরাফুল হক চৌধুরী, খাজা মঈনুদ্দীন, ওয়াসিফুল হক চৌধুরী, জয়নাল উদ্দীন জয়, রাশেদুল ইসলাম, সাজেদ উল্লাহ, মো. কাউছার প্রমুখ। বিজ্ঞপ্তি