এম এ হান্নানের স্মৃতি সংরক্ষণ করার দাবি

19

মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ-চট্টগ্রামের উদ্যাগে গত ২০ জুন কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক কামাল হোসেনের পরিচালনা স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি ছিলেন সাবেক সহকারী জজ এডভোকেট মনজুর মুহাম্মদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল দত্ত, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম.এ. রহিম, চট্টগ্রাম মহানগর শ্রমিকনেতা কামালউদ্দীন শোভনদন্ডী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদ হোসাইন, সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, বঙ্গবন্ধুর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি এডভোকেট চন্দন পালিত, সাংবাদিক আবু সালেহ, সংগঠক সজল দাশ সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, সহ-যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: এমরান, সমীর পাল, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, নারায়ণ দাশ, রুমকি সেনগুপ্তা, পারভিন আক্তার, বিজয় দাশ, আবদুল রহমান, সহ-সভাপতি হুমায়ুন কবির, মোরশেদ চৌধুরী বাহাদুর, নগর ছাত্রলীগনেতা বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। বক্তারা বলেন এদেশে স্বাধীন জন্য যারা অবদান রেখেছেন তারা স্বাধীন বাংলাদেশের অবহেলিত, তাদের ঋণ থেকে কিছুটা মুক্ত হতে তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা অতি প্রয়েজন।
তা না হলে নতুন প্রজন্মের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই কৃতি চট্টগ্রামবাসী গৌরব-ইতিহাস সংরক্ষণ জন্য উদাত্ত আহবান জানান। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে মরহুম এম.এ. হান্নানের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি