এম এ সালামের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতাদের সাক্ষাৎ

67

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির মতবিনিময় গত বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা আহŸায়ক মার্শেল কবির পান্নু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহŸায়ক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, মো. কামাল হোসেন, আ জ ম শামসুল করিম লাভলু, সদস্য ফরমান উল্লাহ চৌধুরী, আফছার উদ্দিন, সাঈফ মামুন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
মতবিনিময়কালে এম এ সালাম বলেন, বঙ্গবন্ধু-বাংলাদেশ ও বাঙালি এক ও অভিন্ন সত্তা। ছাত্রজীবন থেকেই বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করতে গিয়ে বঙ্গবন্ধু বার বার কারাবরণ করেছিলেন, জীবনের সোনালী সময়টুকু ও মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলার রাজনীতিতে যে অবদান রেখেছিলেন তার তুলনা হয় না। যার জন্মের ফসল বাংলাদেশ। বঙ্গবন্ধু আজ সমগ্র বিশ্ব স্বীকৃত মহান নেতা, বাঙালি জাতির পিতা ও বিশ্ববন্ধু। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যে অবদান রেখেছে তা প্রশংসার দাবি রাখে। মতবিনিময় শেষে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এম এ সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি