এম.এ.আজিজ স্টেডিয়াম ভেন্যু উদ্বোধন

42

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ চট্টগ্রামের এম.এ.আজিজ স্টেডিয়ামে গতকাল উদ্বোধন করা হয়। সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক শওকত হোসেন, জেলা ক্রিকেট কোচ তারেক খান, উদ্বোধনী খেলার দু’দলের কর্মকর্তা সহ খেলোয়াড়বৃন্দ প্রমূখ। উদ্বোধনী খেলায় চাঁদপুর জেলা ১১১ রানের বড় ব্যবধানে কক্সবাজার জেলাকে পরাজিত করে। উক্ত খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কক্সাবাজার জেলা দল। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান সংগ্রহ করে। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কক্সবাজার জেলা দল ৩৩.৩ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। ফলে চাঁদপুর জেলা দল ১১১ রানের জয় পায়।
উল্লেখ্য, প্রতিযোগিতার বাকী খেলা সমূহ নিম্নক্ত ফিক্শ্চার অনুযায়ী চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। ৮/১/২০১৯ইং কক্সবাজার জেলা বনাম বান্দরবান জেলা। ৯/১/২০১৯ইং বান্দরবান জেলা বনাম চাঁদপুর জেলা। ১১/১/২০১৯ইং চাঁদপুর জেলা বনাম কক্সবাজার জেলা। ১২/১/২০১৯ইং কক্সবাজার জেলা বনাম বান্দরবান জেলা। ১৩/১/২০১৯ইং বান্দরবান জেলা বনাম চাঁদপুর জেলা। বিজ্ঞপ্তি