এমএ আজিজের কবরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি

178

উত্তর জেলা আওয়ামী লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহকর্মী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনানী, এক দফার অন্যতম প্রবক্তা, চট্টল শার্দুল মরহুম এমএ আজিজের ৪৯ তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন, কবর জেয়ারত ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন শাহ, আলহাজ জাফর আহমেদ, শওকত আলম, মো. সেলিম উদ্দিন, গোলাম মোস্তাফা, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন ঝিন্টু, সেলিম সাজ্জাদ, বখতেয়ার সাঈদ ইরান প্রমুখ।
মহিলা শ্রমিকলীগ : চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আকতারের সভাপতিত্বে গত ১১ জানুয়ারি ২০২০ সকাল ১১টায় জননেতা মরহুম এম.এ আজিজ’র কবরে পুস্পমালা অর্পণ এবং বিকাল ৪ঘটিকার সময় হালিশহর কাঁচারাস্তার মোড়ে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তরা বলেন, এমএ আজিজ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মরহুম এম.এ আজিজ, কর্মী বান্ধব নেতা ছিলেন। কর্মীদের সাথে সুসম্পর্ক ছিলেন উনার মধ্যে ধনী-গরীব কোন ধরনের ভেদাভেদ ছিল না। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহচর ছিলেন। এ রকম নেতা এখন পওয়াটা বিরল। আমরা দেখি নাই তবে এমএ আজিজের জীবন ও কাহিনী আমাদের হৃদয়ে সবসময় নাড়া দেন। প্রতি বছর ১১ জানুয়ারি চট্টগ্রামবাসী মরহুমের স্মৃতি চারণ করে। এতে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম লাকি, জাহাছিয়ার নুরু রুজি, আয়েশা সিদ্দিকা এফলি, ইছমত আরা বেগম, হাসানা বেগম, জয়া, শিল্পী, রাশেদা বেগম, রোমেনা বেগম, স্মৃতি প্রমুখ। বিজ্ঞপ্তি